লাকসামে নকল স্বর্ণের গয়না বিক্রির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ● লাকসামে নকল সোনার গয়না বিক্রির অভিযোগে দোকানীকে ৮০ হাজার টাকা জরিমানা ও একদিনের জন্য দোকান বন্ধ রাখার দন্ড দেয়া হয়েছে। জানা গেছে, গত রোববার লাকসাম স্বর্ণপট্টির আজাদ জুয়েলারী থেকে ৮ আনা ওজনের গয়না ২০ হাজার টাকায় ক্রয় করেন উপজেলার তুতিগঙ্গা গ্রামের এক নারী। গয়নাটি সন্দেহ হলে ওই নারী একাধিক স্বর্ণকারকে দেখালে এটিকে নকল সোনার গয়না (তামা) বলে সনাক্ত করেন।

পরে গয়নাটি লাকসাম জুয়েলারি সমিতির সভাপতি প্রবির সাহার নিকট জমা রাখা হয়। জানা যায়, ৮ আনা ওজনের ওই গয়না মাত্র ১ আনা স্বর্ণ এবং ৭ আনা তামা পাওয়া যায়। উপরন্তু গয়নার গায়ে ২১ ক্যারেট উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোমবার রাতে জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ এক সালিশে বসে। সালিশে আজাদ জুয়েলারির মালিক রফিকুল ইসলাম ও মহসিনের ৮০ হাজার টাকা জরিমানা এবং ১ দিনের জন্য মঙ্গলবার দোকান বন্ধ রাখা হয়। সালিশে জুয়েলারি সমিতির সভাপতি প্রবির সাহা, সেক্রেটারী ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post লাকসামে নকল স্বর্ণের গয়না বিক্রির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2z03gFc

October 31, 2017 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top