সুরমা টাইমস ডেস্ক:: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে না বসলে তো বিচার কাজ চলবে না। তাই অ্যাটর্নি জেনারেল মনে করেন, তাঁর (প্রধান বিচারপতি) আবার ফিরে এসে দায়িত্ব নেওয়াট ‘সুদূর পরাহত’।
প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের পরিপ্রেক্ষিতে এক সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেছেন।
মাহবুবে আলম বলেন, সহকর্মীরাই যদি প্রধান বিচারপতির সঙ্গে না বসতে চান, তাহলে সম্পূর্ণ অচল অবস্থার সৃষ্টি হবে এবং এই অচল অবস্থায় দেশ চলতে পারে না। কাজেই অন্যান্য বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে না বসলে তো বিচার কাজ চলবে না। বাস্তব অবস্থা বিচার করলে তাঁর আবার ফিরে এসে বসা সুদূর পরাহত বলে তাঁর মনে হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z8svS3
October 15, 2017 at 12:09AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন