নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডস্থ সাদারপাড়া এলাকা পরিদর্শন করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শুক্রবার (১৩ই অক্টোবর) বিকেলে রাস্তা প্রশস্থকরণ, ড্রেনেজ সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
মেয়রের কাছে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন- সাদারপাড়ার প্রবেশ মুখে যে ছড়াটি ছিলো তা বাসা তৈরী করার সময় অবৈধ দখল হয়ে যাওয়ার কারণে ছড়াটি ড্রেনে পরিণত হয়েছে। এছাড়াও সিলেট শহরে বিভিন্ন এলাকায় উন্নয়ন অব্যাহতভাবে চললেও এ এলাকায় কোন উন্নয়ন হয় না।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- সাদারপাড়ার এলাকার যেসব সমস্যা রয়েছে সেগুলো ক্রমান্বয়ে সমাধান করা হবে। এজন্য এলাকাবাসীর সহযোগীতাও চান তিনি।
তিনি আরও বলেন- এসব সমস্যা সমাধানের জন্য খুব শিগগিরই এলাকার মুরব্বী ও যুব সমাজের সাথে বৈঠক করে করণীয় ঠিক করবেন। এসময় মেয়র সাদারপাড়ার নির্মিতব্য মসজিদে সহযোগীতা করারও আশ্বাস দেন। এরপর মেয়র খেলার মাঠ পরিদর্শনে গেলে খেলোয়াড়দেরকে তিনি জার্সিসহ খেলার সামগ্রী উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রায় ১ঘণ্টা মেয়র আরিফ পুরো এলাকা ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন- সাদারপাড়া মসজিদের মোতাত্তয়ালী নজরুল ইসলাম চৌধুরী সাবুল, শাহীন চৌধুরী, শফি আহমদ, ফজলু রহমান চৌধুরী, লাহিন চৌধুরী, এলিন চৌধুরী, এটিএম ইসমালই বদর, সৈয়দ বশির, শিমুল চৌধুরী, কায়েছ আহমদ, রহিম মাস্টার, হেলাল আহমদ, রাহিম মিয়া, সোহাগ তালুকদার, সালাম আহমদ প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iaeiRw
October 15, 2017 at 12:01AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন