৩৬ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু

নয়াদিল্লি, ৯ অক্টোবরঃ দেশজুড়ে দেড়-দিনের ট্রাক ধর্মঘট শুরু হল। ডিজেলকে জিএসটি-র আওতায় আনার দাবিতে দু-দিনের চাক্কা জ্যাম-এর ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। সেইমতো সোমবার সকাল ৮টা থেকে ৩৬ ঘণ্টার জন্য তাদের ধর্মঘট শুরু হয়েছে। সংস্থার সভাপতি এস কে মিত্তাল বলেছেন, জিএসটি-র জমানায় ট্রাক ও পরিবহণ ব্যবসায়ীদের অকারণ হেনস্তার মুখে পড়তে হচ্ছে। অত্যন্ত জটিল করে দেওয়া হয়েছে নথিভুক্তিকরণ ও কর ব্যবস্থা। প্রসঙ্গত ওই সংগঠনের আওতায় প্রায় ৯৩ লক্ষ ট্রাক ও ৫০ লক্ষেরও বেশি বাস ও টুরিস্ট ভেহিকল আছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xsIMQu

October 09, 2017 at 10:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top