বজ্রপাত থেকে রক্ষা পেতে শিবগঞ্জে ২ লাখ তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বেশী বেশী তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে ২ লাখ তালগাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে বাররশিয়া স্কুলের রাস্তার ধারে ৪ কিলোমিটার জুড়ে তাল গাছের বীজ রোপন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরি কারিবুল হক রাজিন,উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বীজ বোপনের উদ্বোধনী শেষে স্থানীয় প্রশাসনের আয়োজনে বাররশিয়া সরকারি প্রাথমিক মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে বজ্রপাত থেকে রক্ষা পেতে এ উপজেলা একযোগে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুই ল তাল গাছের চারা রোপণ করা হয়। বজ্রপাতে প্রাণহানি থেকে রা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তাল গাছের চারার গুরুত্ব অপরিসীম। এছাড়া তাল গাছ দীর্ঘ ১০০ বছর জীবিত থেকে মানুষের উপকার করে। এই গাছ থেকে যেমন ছায়া, জ্বালানী কাঠ ও রস পাওয়া যায়, একই সঙ্গে তার কাঁচা ও পাঁকা ফল মানুষ খেতে পারে। তিনি আরও বলেন, দূর্যোগকালীন সময়ে প্রচ- বজ্রপাতের আঘাত বাংলাদেশে আশঙ্কাজনক কালে প্রাণহানির ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০১-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2xHvsvO

October 01, 2017 at 03:46PM
01 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top