নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মুরাদপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে বসু মিয়া (২২) ও একই গ্রামের জমির আলীর ছেলে মর্তুজ আলী (২৩)।
গতকাল শনিবার (৩০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেসুর রহমান এ দণ্ডাদেশ দেন।
ইউএনও জানান- দুপুরে উপজেলার সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মর্তুজ আলী ও জমির আলী। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তাসহ মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রাতেই তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান ইউএনও।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yAnDVy
October 01, 2017 at 08:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.