নিজস্ব প্রতিবেদক ● শুক্রবার কুমিল্লার ৪টি সহ সারা দেশে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। প্রথম দিনে কুমিল্লা নগরীর রুপালী সিনেমা হলে এ ছবিটির প্রথম শো শুরু হয় বিকাল সাড়ে ৩টা থেকে। শো হাউজ ফুল না হলেও দর্শকদের উপস্থিতি সন্তোষজনক বলে জানায় হল কর্তৃপক্ষ। তবে সন্ধ্যা সাড়ে ৬টার শোতে ছবিটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
এছাড়া ছবিটি দেখে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল ছবিটির প্রশংসার কথা। সকলেই ছবিটি দেখে অনেকদিন পর ভিন্ন স্বাদ পেলেন বলে মন্তব্য করেন।
হল থেকে বের হওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী কিবরিয়া হোসেন জানান, হলে থাকা প্রতিটি মুহুর্ত টান টান উত্তেজনায় কেটেছে। এক কথায় অসাধারণ। বর্তমানে পুলিশ যে কতটা আধুনিক ছবিতে তা ফুটিয়ে তোলা হয়েছে।
কলেজ শিক্ষার্থী যুবায়ের জানান, ছবিটিতে সকলের অভিনয়ই অনেক ভালো লেগেছে। ভিলেন জিসানের অভিনয় বাংলাদেশের অভিনয় জগতে ভিন্নমাত্রা যোগ করেছে বলে তিনি মন্তব্য করেন।
কুমিল্লা নগরীর বাসিন্দা রাফসান জানান, ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে তাই দেখতে আসলাম। এটি সত্যি একটি ভালো মানের ছবি, ভালো লেগেছে।
বন্ধুদের নিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ছবিটি দেখতে এসেছেন মনির হোসেন। তিনি ফেসবুকে ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে অনেক প্রশংসা শুনে ছবিতে দেখতে এসেছেন। তিনি বলেন, বাংলা সিনেমায় পরিবর্তন আসবে যা ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে শুরু হলো। বন্ধুদের নিয়ে ছবিটি অনেক উপভোগ করেছি।
এদিকে রুপালী সিনেমা হলের ম্যানেজার শ্যামল জানান, প্রথম শোতে দর্শকদের উপস্থিতি ভালো। আশাকরি আগামী শোগুলতে দর্শক আরও বাড়বে। শনিবার থেকে দুপুর ১২টায় শুরু হয়ে দিনে মোট ৪টি শো চলবে।
কুমিল্লা নগরীর রুপালী সিনেমা হল ছাড়াও শুক্রবার কুমিল্লা ক্যান্টনমেন্টের গ্যারিসন, চান্দিনার পালকী ও দাউদকান্দির ঝর্ণা সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।
উল্লেখ্য, অ্যাকশন থ্রিলারধর্মী বাংলা চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহী। দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমা নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। তারকা সমৃদ্ধ এই ছবিতে আরো দেখা যাবে আলমগীর, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, নওশাবাকে। এদের সঙ্গে শিশুশিল্পী হিসেবে একটা দৃশ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে রোদসী রহমান।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. এবং থ্রি-হুইলারস লি.। ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের গল্প লিখেছেন সানোয়ার হোসেন।
The post কুমিল্লায় ‘ঢাকা অ্যাটাক’ দেখতে ভিড় appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wC8PFo
October 06, 2017 at 08:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন