জমি নিয়ে বচসা, দাদার হাতে জখম ভাই

রায়গঞ্জ, ৬ আগস্টঃ বাড়ির জায়গা নিয়ে দু ভাইয়ের মধ্যে তুমুল বিবাদ। এর জেরেই হাতাহাতি এবং শেষে কাঠের বাটাম দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করল দাদা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার উকিল পাড়া এলাকায়।

জানা গিয়েছে, এক বাড়িতে একসঙ্গেই থাকতেন জগন্নাথ দাস ও বলরাম দাস। গন্ডগোলের সূত্রপাত বাড়ির চার কাঠা জমি নিয়ে। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পর থেকেই দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। এরপর জগন্নাথ কাঠের বাটাম দিয়ে বলরামের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বলরাম।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা বলরামকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলরাম। রায়গঞ্জ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় শেঠ বলরামকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক জগন্নাথ দাস।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y4lS5v

October 06, 2017 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top