অবশেষে নগরীর প্রানকেন্দ্র থেকে অপহৃত যুবক উদ্ধার

সুরমা টাইমস ডেস্ক:: নগরীর জিন্দাবাজার এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে ফারুক আহমদকে (২৮) বৃহস্পতিবার (০৫ই অক্টোবর) বিকাল ৪ টার দিকে মিলেনিয়াম মার্কেটের সামন থেকে তাকে একটি সিএনজি অটোরিকশাযোগে তুলে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা।

তিনি সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার এলাকার দিঘীরপাড়ের বাসিন্দা।

এদিকে ফারুক আহমদকে তুলে নিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৪ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাকে তার আত্মীয়স্বজন নগরীর দাঁড়িয়াপাড়া একটি রাস্তা থেকে উদ্ধার করেন। তিনি জানান- কয়েকজন যুবক আমাকে আটক করে দাঁড়িয়াপাড়ার একটি বাসায় আটক করে রাখে।

এসময় তারা আমাকে মারধর করে নগদ টাকা এবং একটি ব্যাংকের চেকও নিয়ে যায়।
তিনি আরও জানান- কোন কারণ ছাড়াই আমাকে সিএনজি অটোরিকশা করে যুবকরা নিয়ে যায়। ওই বাসাটি দেখলে চিনতে পারবেন। জানা যায়, ফারুক আহমদ মোটরসাইকেল থেকে নেমে মিলিনিয়াম মার্কেটে উঠার সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে। পরে তাকে টেনেহিচড়ে একটি সিএনজি অটোরিকশায় তুলে কিলঘুষি মেরে নিয়ে যায়। অটোরিকশাটি এরপর জল্লারপাড়ের দিকে চলে যায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xZElOU

October 06, 2017 at 08:33PM
06 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top