চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন বেশ কয়েকজন অভিনয় শিল্পী। এদের মধ্যে অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ১৯৯৭ সালে এই নির্মাতার কুলি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় এই অভিনেত্রীর। এরপর রীতিমতো বাংলাদেশ চরচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন পপি। অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের হৃদয়। শুধু তাই নয়, কাজের স্বীকৃতি স্বরূপ তিনবার পেয়েছেন সর্বোচ্চ সম্মাননা জাতীয় চরচ্চিত্র পুরস্কার। তবে মাঝখানে বেশ কিছুদিন ধরে পপিকে চলচ্চিত্র অভিনয়ে দেখা যাচ্ছে না। তার অভিনীত সবশেষ মুক্তি পেয়েছে জাহাঙ্গীর আলম সুমনের সোনা বন্ধু। ছবিটিতে পপির বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। সোনা বন্ধু মুক্তির আগে শোনা গিয়েছিল রাজপথে আছি নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পপি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের। তবে ছবিটির ঘোষণার কয়েকদিন পর নির্মাতা নিজেই সংবাদ মাধ্যমে জানান ছবিটি নির্মাণে ঝামেলা সৃষ্টি হয়েছে। কবে এর নির্মাণ কাজ শুরু হবে সেটা অনিশ্চিত। এ অবস্থায় এই অভিনেত্রীকে নতুন আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। চলচ্চিত্র অভিনয়ে না দেখা গেলেও এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে চলচ্চিত্র উন্নয়নের কাজে। কারণ গেল শিল্পী সমিতির নির্বাচনে পপি কার্যনির্বাহী সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে এখন চলচ্চিত্রের উন্নয়ন মূলক বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যাচ্ছে। আবারো শোনা গেল এই অভিনেত্রীর নতুন ছবির খবর। পপি নাকি কয়েকদিনের মধ্যে নতুন একটি ছবির শুটিংয়ে হাজির হতে যাচ্ছেন। পপির বিপরীতে ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে অভিনেতা আনিসুর রহমান মিলনের। সাদেক সিদ্দিকীর পরিচালনায় সাহসী অভিযান নামের এই ছবির শুটিং খুব শিঘ্রই শুরু হবার কথা রয়েছে। ফুল অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হবে সাহসী অভিযান। ইতোমধ্যেই ছবিটির গল্প লেখার কাজ শুরু করেছেন পপির ক্ষেপা বাসু ছবির নির্মাতা কমল সরকার। সাহসী অভিযান সম্পর্কে কথা বলেছেন গঙ্গাযাত্রার এই অভিনেত্রী। পপি বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। এর বেশি কিছু বলতে পারছি না। সব কিছু ঠিক থাকলে হয়তো ছবিটিতে কাজ করবো। তথ্যসূত্র: গো নিউজ২৪ আরএস/১০:৩০/২৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hXYcqh
October 23, 2017 at 06:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন