মাদ্রিদ, ২৩ অক্টোবরঃ রবিবার রাতে লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও এইবার। রিয়ালের তুলনায় খাতা কলমে অনেকটাই দুর্বল ছিল এইবার। কিন্তু ম্যাচের শুরু থেকেই বল ধরে খেলার চেষ্টা করে এইবার। কিন্তু ম্যাচের ১৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোল খেয়ে বসে এইবার। অ্যাসেন্সিওর নেওয়া কর্নার অলিভেইরার(১৮) মাথা ছুঁয়ে গোলে ঢুকে যায়। ১ গোলে এগিয়ে যাওয়ার পর জিদানের ছেলেরা নিজেদের আক্রমণের ঝাঁজ বাড়ায়। ফলস্বরূপ মাত্র ২৮ মিনিটেই নিজেদের দ্বিতীয় গোলটি তুলে নেয় রিয়াল। ইস্কোর পাস থেকে অ্যাসেন্সিও নেওয়া দুর্দান্ত ভলিতে লিড পায় রিয়াল। খেলার শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় মার্সেলোর জোরাল শটে নিজেদের স্কোর লাইন ৩-০ করে রিয়াল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় তৃতীয় স্থানে রইল রিয়াল।
অন্যদিকে, লীগ ওয়ানে প্যারিস সাঁ জা-র মুখোমুখি হয়েছিল মার্সেই। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের স্কোরেলইন ২-২। খেলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু নেইমার-কাভানি-এমবাপ্পে থাকলেও শুরুটা বেশ ভালো করেছিল মার্সেই। প্রথমার্ধের মাত্র ১৬ মিনিটেই মার্সেই-এর ব্রাজিলিয়ান তারকা লুইজ গুস্তাভোর জোরালো শট থেকে গোল পায় তারা। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মার্সেই। ৩৩ মিনিটেই নেইমারের বা পায়ের গোড়ানো শট থেকে ব্যবধান কমায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে থাউভিনের দুরন্ত গোলে এগিয়ে যায় মার্সেই। ৮৭ মিনিটে নেইমারকে ফাউল করলে নেইমার তেড়ে গিয়ে ধাক্কা মারায় তাকে রেড কার্ড দিয়ে মার্চিং অর্ডার দেয় রেফারি। একসময় মনে হয়েছিল ম্যাচটি হয়তো মার্সেই জিততে চলেছে। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তের নাটকীয় পরিবর্তন। বক্সের বাইরে পাওয়া ফ্রী কিক থেকে দুরন্ত শটে করে স্কোর লাইনে ২-২ করে কাভানি। এই ম্যাচ ড্র করেও বিশেষ ক্ষতি হয়নি পিএসজির। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষেই রয়ে গেল নেইমাররা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xZ4EDz
October 23, 2017 at 12:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন