ইউনেস্কোর তালিকায় জায়গা করে নিল শেখ মুজিবুরের ভাষণ

নিউ ইয়র্ক, ৩১ আগস্টঃ ইউনেস্কোর এক উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের ঐতিহাসিক প্রামান্য দলিল (ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিতে সুপারিশ করেছে। এই ভাষণ সহ ৭৮টি আলোচিত বিষয়কে নিউ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে ওই সংস্থা।

মুজিবুরের ভাষণটি মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

মূলত এর মাধ্যমে বিশ্ব জুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো।

৪৫ বছর আগে ১৯৭১ সালের ৭ই মার্চ শুরু হয়েছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমি।

সেদিনের ১৮ মিনিটের ভাষণে শেখ মুজিব বলেছিলেন ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’।

ওই ভাষণে তিনি বলেছিলেন, ‘ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো’।

অনেকেই বিশ্বাস করেন এই বক্তব্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান একটা গেরিলা মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন।

জনসভায় ছিলেন এমন অনেকে বলেছেন, লাঠি, ফেস্টুন হাতে লক্ষ লক্ষ মানুষ উত্তপ্ত শ্লোগানে মুখরিত থাকলেও শেখ মুজিবের ভাষণের সময় সেখানে ছিল পিনপতন নিরবতা।

ভাষণ শেষে আবার স্বাধীনতার পক্ষে শ্লোগান মুখর হয়ে উঠেছিল ঢাকার রাস্তাগুলো।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yiXlLI

October 31, 2017 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top