চেন্নাই, ৩১ অক্টোবরঃ সোমবার থেকে ভারী বর্ষণের জেরে চেন্নাই শহরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে। নুনগামবক্কমে ১২ ঘণ্টাতে ৬ সেমি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চেন্নাইয়ে। তারামনিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ সেমি বৃষ্টিপাত হয়ে গিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রভাব জারি থাকবে। অর্থাত্ এখনও তিন-চারদিন এভাবেই বিপর্যস্ত অবস্থার মধ্যে কাটাতে হবে চেন্নাইবাসীকে। এর জেরে কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, পুদুচ্চেরি সহ একাধিক এলাকার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
চেন্নাইয়ের সমুদ্র উপকূলবর্তী এলাকায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তামিলনাড়ুর ভিতরের দিকের কিছু জেলাতেও ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে তামিলনাড়ু বৃষ্টিতে ভাসছে। এর পাশাপাশি পুদুচ্চেরিতেও নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে বলে হাওয়া অফিস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xDguDY
October 31, 2017 at 01:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন