সুরমা টাইমস ডেস্ক:: কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা তাদের স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করতে মোবাইল ফোনে ফ্রি কথা বলার সুযোগ পাবে। এই সুযোগ দিচ্ছে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটক।
বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে টেলিটকের বুথ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইনখালী, হাকিমপাড়া, পালংখালী ও হোয়াইক্যং অস্থায়ী ক্যাম্পে টেলিযোগাযোগ সেবা দিতে দশটি বুথ চালু করেছে টেলিটক। এতে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গারা ফ্রি কথা বলার সুযোগ পাবেন’।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরবচ্ছিন ভয়েস কল সার্ভিস নিশ্চিত করতে টেলিটকের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fPNGnU
October 05, 2017 at 12:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন