শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ চলচিত্র উৎসব

সুরমা টাইমস ডেস্ক:: ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সুষ্ঠ ও নির্মল চলচ্চিত্র চর্চার আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে ৬৪টি জেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার (৬ই অক্টোবর) থেকে শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭।

নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে আগামীকাল বিকাল ৫টায় উদ্বোধনী আয়োজনের পরপরই প্রদর্শিত হবে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’। উৎসব চলাকালীন ৬ই অক্টোবর থেকে ২০শে অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টায়, বিকাল সোয়া ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় ৩টি করে এর মধ্যে ৬ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ১টি, ০৮ই ও ১২ই অক্টোবর বিকাল ৩টায় ও বিকাল সোয়া ৫টায় ২টি করে এবং ২১শে অক্টোবর বিকাল ৪টায় ১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৬ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে উপর্যুক্ত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে ‘বাপজানের বায়োস্কোপ’, ‘দর্পণ বিসর্জন’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘রীনা ব্রাউন’, ‘মেঘলা আকাশ’, ‘শঙ্খনাদ’, ‘জীবন থেকে নেয়া’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আহা!’, ‘রাণীকুঠির বাকী ইতিহাস’, ‘লাঠিয়াল’, ‘টেলিভিশন’, ‘ওরা ১১ জন’, ‘সীমানা পেরিয়ে’, ‘নদীজন’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘আগুনের পরশমণি’, ‘ছুটির ঘন্টা’, ‘অর্ন্তযাত্রা’, ‘অজ্ঞাতনামা’, ‘সূর্যগ্রহণ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘জালালের গল্প’, ‘হাজার বছর ধরে, ‘ আয়না’, ‘মেঘমল্লার’, ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’, ‘স্বপ্নডানায়’, ‘পিতা’, ‘সুরুজ মিয়া’, ‘ঘানি’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘সূর্যস্নান’, ‘রংবাজ’, ‘শোভনের স্বাধীনতা’, ‘সুপ্রভাত’, ‘দাঙ্গা’, ‘শঙ্খচিল’, ‘পীচ ঢালা পথ’, ‘জীবনঢুলী’, ‘মনপুরা’ ও ‘অনিল বাগচীর একদিন’- এর মতো জনপ্রিয় ৪২টি চলচ্চিত্র।

৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আরিফুর রহমান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xgIQYu

October 05, 2017 at 12:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top