সাংবাদিক শাকিরকে হুমকির প্রতিবাদে নগরীতে মানববন্ধন

সুরমা টাইমস ডেস্ক:: মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. শাকির হোসাইনকে প্রাণনাশের হুমকি ও বাসায় হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

আজ বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর সঞ্চালনায় এতে অন্যদের সুজন সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আশ্রাফ করীম, এসনিক এর আহবায়ক জুরেজ আব্দুল্লাহ গুলজার, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিস রহমান বক্তৃতা করেন।

বক্তারা বলেন, পাথর কোয়ারী নিয়ে সংবাদ করায় সাংবাদিক শাকির হোসাইনকে প্রাণে হত্যার হুমকি দিলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। যে চক্রটি এসব করছে তারা সমাজে প্রভাবশালী উল্লেখ করে বক্তারা বলেন, মুক্ত সংবাদ চর্চায় যারাই বাধা দিবে তাদের কঠোর আইনের আওতায় আনতে হবে। সিলেটে যারাই সৎ, সুস্থ সংবাদ চর্চা করেন তাদের নানা ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, সিনিয়র সাংবাদিক কবীর আহমদ, ফারুক আহমদ, ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার, চ্যানেল এস’র লিটন চৌধুরী, সময় টিভি’র আব্দুল আহাদ, বাংলাবিশন”র বাবর,এনটিভি’র মারুফ আহমদ, চ্যানেল২৪ এর গুলজার আহমদ, মাইদুল রাসেল, আবুল হাসান নান্নু, বাংলা টিভির এস আলম আলমগীর, মাইটিভির টুনু তালুকদার, শাহীন আহমদ, শুভ প্রতিদিনের হাসান মো. শামীম, সিলেটটাইমবিডির শুভ চৌহান, সিলেটটুডে২৪ ডটকমের দেবকল্যান ধর, ফটো সাংবাদিক মামুন আহমদ, অভি, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান শুভ্রদাস রাজন প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gaOVuT

October 04, 2017 at 11:52PM
04 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top