উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ৫ অক্টোবরঃ আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনায় মেতেছেন ঘরের মহিলারা। শারদীয়ার রেশ কাটতে না কাটতেই প্রত্যেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে লক্ষ্মী পুজো। কোজাগরী শব্দের অর্থ রাত জাগা। তাই রাত জেগে দেবীর আরাধনা করাই এই পূজার রীতি। বিভিন্ন জায়গায় আজও রাত জেগে হাসি-ঠাট্টার চল রয়েছে।
কিন্তু দেবী আরাধনার সামগ্রী কিনতে যে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজার এখন আগুন। তাই উত্সবের মধ্যেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে সকলের। পুজো সামগ্রী থেকে ফলমূল, সবজি, কোনো জিনিসেই হাত ঠেকানো যাচ্ছে না। ৪০-৫০ টাকায় এক একটি নারকেল বিকোচ্ছে। কেজি দরে শশা, টমেটোর দাম ৫০ টাকা ছুঁয়েছে। আপেল ১৫০-১৮০ টাকা, একটি ডাব ৪০ টাকা, বেদানা ১০০-১৫০ টাকা, পানিফল ১০০-১২০ টাকা। পুজোর সময় লাগাতার বৃষ্টির জেরে ফুলচাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষকে তার ফল ভোগ করতে হচ্ছে। ১০০-১২০ টাকা কেজি দরে বিকোচ্ছে দোপাটি ফুল। ৫০-৬০ টাকা কেজিতে অপরাজিতা। এক একটি পদ্ম ফুলের দাম প্রায় ৩০ টাকা পড়ছে।
ভোগের খিচুড়িতে ইচ্ছেমতো সবজি ঢালবেন? তারও উপায় নেই। সবথেকে ছোট ফুলকপির দামই ৪০ টাকা। একটু বড় আকারের হলে প্রায় ৭০ টাকা। বেগুন ৬০ টাকা, কাঁচালঙ্কার ১৫০ টাকা, পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ধনলাভের আশায় দেবীর আরাধনায় কোনো ত্রুটি রাখতে চাইছেন না কেউ। তাই বেশকিছুদিন আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন অনেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fSvUk5
October 05, 2017 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন