অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, যুবভারতীতে বিশেষ নিরাপত্তা

কলকাতা, ৫ অক্টোবরঃ ফুটবল বিশ্বকাপের জন্য ফুটছে গোটা দেশ, আর মাত্র কয়েক ঘন্টা। খেলোয়াড়রা পৌঁছে গিয়েছে তিলোত্তমাতে। তবে তার জন্য তো যথেষ্ট নজরদারি দরকার। তাই বিপত্তি এড়াতে যুবভারতীর নিরাপত্তা ব্যবস্থাকে বেশ পোক্ত করা হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনার জানিয়েছেন,‘দর্শকদের কিভাবে স্টেডিয়াম থেকে বের করা হবে, তার ব্লু-প্রিন্ট আমরা তৈরি করেছি। গোটা স্টেডিয়াম মাত্র ৮ মিনিটের মধ্যে তা ফাঁকা করা সম্ভব হবে।’

এছাড়াও ম্যাচ চলাকালীন স্টেডিয়াম এবং বাইরে থাকবেন ৩ হাজার জওয়ান। এছাড়াও থাকবেন ৪০০ স্টুয়ার্ড। মোট ৬৬ হাজার দর্শক প্রতিদিন ম্যাচ দেখতে পারবেন। কলকাতায় হতে চলা ম্যাচগুলোর জন্য সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে দর্শক স্বাচ্ছন্দের দিকে। স্টেডিয়ামে প্রতিটি গেটেই থাকবে ৪০০টি করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মোট সাতটি গেটে ১১০টি টিকিট চেকিং পয়েন্ট থাকবে। দর্শকদের স্টেডিয়ামে যাতায়াতের জন্য থাকবে মোট ২৫০টি বাসের ব্যবস্থা। মহানগরীর বুকে বিশ্বকাপ যাতে নির্বিঘ্নে হয় সেই দিকটি সামলাতে ব্যবস্থার খামতি রাখা হয়নি প্রশাসনের তরফ থেকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xTONu2

October 05, 2017 at 01:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top