মুম্বাই, ৩০ অক্টোবর- যদি আমরা রেস্তোঁরায় গিয়ে অপেক্ষা করতে পারি, সিনেমা বা পার্টি হলের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারি, সিনেমা দেখতে গিয়ে জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়াতে হলে সমস্যা কোথায়? প্রশ্ন অনুপম খেরের। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, পুনেয় প্রমোদ মহাজন মেমোরিয়াল অ্যাওয়ার্ড নিতে যান তিনি। সেখানেই এই মন্তব্য করেন। অনুপম ছাড়াও পুরস্কৃত করা হয় তিন তালাক মামলায় প্রথম আবেদনকারী সায়ারা বানুকে। বর্ষীয়াণ অভিনেতা ও এফটিআইআইয়ের চেয়ারম্যান অনুপম বলেন, কেউ কেউ বলছে, জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ানো অত্যাবশ্যক করা উচিত নয়। কিন্তু তিনি মনে করেন, জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো ব্যক্তি কীভাবে বড় হয়েছে তা প্রকাশ করেন। আমরা বাবা বা শিক্ষকের সামনে উঠে দাঁড়াই। জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ালে তা দেশকে সম্মান জানানো বোঝায়। এমএ/০৫:৩০/৩০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yfiAhE
October 30, 2017 at 11:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top