বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক লেখ ট্যাণ্ডন প্রয়াত

মুম্বই, ১৬ অক্টোবরঃ প্রয়াত হলেন বলিউডের বিশিষ্ট পরিচালক লেখ ট্যাণ্ডন।  রবিবার মুম্বইয়ের পোয়াইয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৬৬ সালে লেখ ট্যাণ্ডন পরিচালিত ‘আম্প্রপালি’ ভারতীয় সিনেমা হিসাবে অস্কারের জন্য মনোনয়ন পায়। এছাড়া তিনি পরিচালনা করেছেন আগার তুম না হোতে, দুলহন ওহি যো পিয়া মান ভায়ে-র মতো ছবি। ‘দুলহন ওহি..’-র জন্য ফিল্‌মফেয়ার বেস্ট স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড পান লেখ। তবে তাঁর সবচেয়ে বড়ো কৃতিত্ব শাহরুখ খানকে আবিস্কার করা। লেখ পরিচালিত টেলিভিশন সিরিয়াল ‘দিল দরিয়া’তেই ১৯৮৮ সালে আত্মপপ্রকাশ করেন বলিউড বাদশা। এছাড়া স্বদেশ, চেন্নাই এক্সপ্রেস প্রভৃতি সিনেমায় লেখ অভিনয়ও করেছেন।  লেখ ট্যাণ্ডনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউড। টুইটে শোকবার্তা জানিয়েছেন শাবানা আজমি, শেখর কাপুর, আশুতোষ গোয়ারিকর প্রমুখ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gmO1im

October 16, 2017 at 12:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top