গাজিয়াবাদ, ১৬ অক্টবরঃ গাজিয়াবাদের দসনা জেল থেকে আজ মুক্তি পাচ্ছেন রাজেশ এবং নুপূর তলোয়ার। গত বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিকে নারায়ণ এবং বিচারপতি অরবিন্দ কুমার মিশ্রর বেঞ্চ গাজিয়াবাদ আদালতের রায় খারিজ করে তলোয়ার দম্পতিকে আরুষি এবং হেমরাজ হত্যার মামলা থেকে মুক্ত ঘোষণা করেন। দসনা জেলের সুপার দধিরাম মৌর্য বলেন, গাজিয়াবাদ জেলা প্রশাসনের কাছে জেল কর্তৃপক্ষের তরফে তাঁদের বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা দেওয়ার আবেদন করা হয়েছিল। তা মঞ্জুর হয়েছে। এর আগে ২০১১ তে এক মাংস বিক্রেতা গাজিয়াবাদ জেলা কোর্ট চত্ত্বরে রাজেশ তলোয়ারকে আক্রমণ করেছিল।
মৌর্য আরও জানিয়েছেন, কোর্টের থেকে রিলিজ অর্ডার পাওয়ার এক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে ওই দম্পতিকে। আজ দুপুরে তাঁরা বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
এছাড়া প্রতি ১৫ দিন অম্তর একবার জেলে জেলে আসবেন তাঁরা। কারণ সেখানে তাঁদের জেলে অন্য বন্দিদের দাঁতের চিকিত্সা করছিলেন তলোয়ার দম্পতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yqSxCH
October 16, 2017 at 01:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন