কলকাতা, ১৬ অক্টোবরঃ সকাল থেকে পথ দূর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। জখম বেশ কয়েকজন। সল্টলেক সেক্টর ফাইভ, হুগলির ডানকুনি, উত্তর দিনাজপুরের করণদিঘি ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পথ দুর্ঘটনা।
সল্টলেক সেক্টর ফাইভে আরডিবি বিল্ডিংয়ের সামনে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ওই তরুণীকে পিষে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
হুগলির ডানকুনিতে বেপরোয়া ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ বাইক আরোহীর। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ যুবকের। ডাম্পারটির চালককে আটক করেছে পুলিশ।
উত্তর দিনাজপুরের করণদিঘিতে একটি বিহারগামী গাড়ির সঙ্গে পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়ির ২ আরোহীর। আজ ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর আলতাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ওই গাড়িটিকে। মৃত ব্যক্তিরা বিহারের পূর্ণিয়ার বাসিন্দা বলে অনুমান পুলিশের। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মাল বোঝাই লরি খালে উল্টে জখম চালক ও খালাসি। আজ ভোরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ল্যাদাপোলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটি খালে পড়ে যায়। স্থানীয়রাই চালক এবং খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লরিটিকে উদ্ধার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gd8McJ
October 16, 2017 at 02:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন