পেনাং, ২১ অক্টোবর- এক ভূমিধসে মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনাংয়ে বাংলাদেশি তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার পেনাং এর রাজধানী জর্জ টাউনে নির্মাণাধীন ভবনস্থলে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইট টাইমস ও রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ মোট চারজন শ্রমিকের লাশ উদ্ধারের খবর জানিয়ে বলেছে, এদের তিনজন বাংলাদেশি। নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার কাজ চালালেও তাতে সমস্যার কথা জানিয়েছেন পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক সাদন মোখতার। তিনি রয়টার্সকে বলেন, এখন আমাদের যে সমস্যা হল, তা হল ৩৫ মিটার উঁচু মাটির স্তূপ সরাতে হবে। আমরা উদ্ধার কাজে কুকুর নামিয়েছি। নিখোঁজদের মধ্যে বাংলাদেশি ছাড়াও বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তানি ও রোহিঙ্গা রয়েছেন। এছাড়া নির্মাণ কাজের তদারকিতে থাকা একজন মালয়েশীয়ও নিচে আটকা পড়েছেন বলে জানান মোখতার। সেখানে ৪৯ তলার দুটি ভবন নির্মাণেল কাজ চলছে। ভাল আবহাওয়ার মধ্যে কী কারণে ধস ঘটল, তা জানা যায়নি। নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, উদ্ধার অভিযান সমাপ্ত না হওয়া পর্যন্ত সেখানে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ। আর/১৭:১৪/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l6caLJ
October 22, 2017 at 12:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top