বিয়ের প্রতিশ্রুতি বিরাট-অনুষ্কার!

নয়াদিল্লি, ২১ অক্টোবরঃ উত্সবের মরশুমে ভক্তদের সেরা উপহার দিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। বিয়ের প্রতিশ্রুতি নিলেন দেশের অন্যতম চর্চিত এই জুটি। তবে বিয়ের প্রতিশ্রুতিটা কিন্তু একটি বিজ্ঞাপনের শ্যুটের জন্যেই নেওয়া। শুক্রবারই প্রকাশ্যে এসেছে সেই বিজ্ঞাপনটি, যার বিভিন্ন ঝলক দেখা গিয়েছে এর আগে।

বিজ্ঞাপনটিতে মোটেই পাত্র-পাত্রীর ভূমিকায় নেই বিরুষ্কা। তবে খুব মিষ্টিভাবে সারাজীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছেন দুজনে। প্রতিশ্রুতি নেওয়ার সময় বিরাট বলছেন বিয়ের পর তিনিই রান্না করবেন। অনুষ্কার পাল্টা প্রতিজ্ঞা, তিনি যা রাঁধবেন কোহলির লেডি লভ তাই খাবেন। এমনকি অনুষ্কাও প্রতিজ্ঞা করেছেন ক্যারমে মাঝে মধ্যে তিনি বিরাচকে জিততে দেবেন। এমনকি বিরাটের পাসওয়ার্ডও নিজের কাছে সজত্নে রাখবেন বলে জানিয়েছেন খুনসুটি করা এই জুটি।

মান্যবরের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন এটি। বিরাট মান্যবরের ব্র্যান্ড অ্যম্বাসাডর। এবার মান্যবরেরই মেয়েদের পোষাক মোহের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অনুষ্কা। অ্যাড শ্যুট হলেও, একে অপরের চোখে কার্যত হারিয়ে গিয়েছেন এই প্রেমিক জুটি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zskqaS

October 21, 2017 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top