ঢাকা, ০৫ অক্টোবর- ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার জীবনের একটি স্মরণীয় দিন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন আজ ৫ অক্টোবর। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দেশ-বিদেশের অগণিত ভক্ত ও সমর্থক। বাদ যায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও। ডানহাতি এ ফাস্ট বোলারকে লিজেন্ড (কিংবদন্তি) বলে আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মাশরাফির ক্যারিয়ারের ছোট্ট একটি পরিসংখ্যান দিয়ে লিখেছে, হ্যাপি বার্থডে টু বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার লিজেন্ড মাশরাফি বিন মর্তুজা! সংস্থাটি পরিসংখ্যানে লিখেছে: টেস্ট-৭৮ উইকেট (৩৬ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/৬০ ওডিআই-২৩২ উইকেট (১৭৯ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৬/২৬ টি-টোয়েন্টি-৪২ উইকেট (৫৪ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/১৯ মাশরাফির জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর সবুজ শ্যামল নড়াইল শহরের মহিষখোলায়। তার বাবার নাম গোলাম মর্তুজা স্বপন। মায়ের নাম হামিদা বেগম বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। ছোট ভাই সিজার মাহমুদও ক্রিকেট নিয়েই সময় কাটান। মাশরাফি ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইল শহরে আলাদাতপুরের মেয়ে সুমনা হক সুমির সাথে জীবনের নতুন ইনিংস শুরু করেন। মাশরাফির বাসা হতে শ্বশুরালয় এক কিলোমিটার দূরে। শ্বশুর মরহুম সিরাজুল হক। শাশুড়ি হোসনে আরা সিরাজ স্কুল শিক্ষিকা। ক্রিকেট তারকার এটি ৩৪তম জন্মদিন হলেও এর আগে কখনো আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়নি। মাশরাফি জন্মদিন পালন করা মোটেও পছন্দ করেন না। আর/১৭:১৪/০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y1UQfG
October 06, 2017 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top