নয়া দিল্লি, ০৫ অক্টোবর- টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি সম্প্রতি নেট দুনিয়ায় ছবি ভাইরাল হয়েছে। যেখানে এক সুন্দরীর নারীর সঙ্গে বেশ ঘনিষ্ঠরূপে ধরা দিয়েছেন ভারতীয় ক্রিকেট সেনসেশন। আর এরপর থেকে তার খোঁজ শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ভারতীয় গণমাধ্যমের খবর, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ধোনির সঙ্গে একাধিক সময়ে একাধিক হিরোইনের নাম জড়িয়েছে। তা যে লক্ষ্মী রাই হোন বা দীপিকা পাড়ুকোন। তখন তিনি বিবাহিত ছিলেন না। কিন্তু এখনও তো সাক্ষীর সঙ্গে সুখী দাম্পত্য। ছোট্ট মেয়ে জীভাতেও মজে তিনি। এর মধ্যে সৌন্দর্য্যা শর্মার সঙ্গে এই সেলফি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। জানা গেছে, সম্প্রতি রাঁচি ডায়েরিস ছবির প্রোমোশানের কাজে ধোনির বাড়িতে গিয়েছিলেন অভিনেতা অনুপম খের। তবে শুধু তিনিই যাননি, গিয়েছিলেন গোটা ছবির কাস্ট এন্ড ক্রুয়ের একটা অংশ। তাঁদের মধ্যেই ছিলেন সৌন্দর্য্যাও। এটাই বলিউডে প্রথম ছবি সৌন্দর্য্যার। তাঁকে নাকি তাঁর ফ্যানরা ফ্যাশন কুইন বলে ডাকেন। তবে ফ্যাশন কুইন নিজে আবারও ধোনির বড় ফ্যান। ফলে প্রথমবার তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি। এআর/১৮:১৫/০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2z04Tjq
October 06, 2017 at 12:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top