চৌদ্দগ্রামে একদিনে দুই গৃহবধুর লাশ উদ্ধার

মোঃ আকতারুজ্জামান ● চৌদ্দগ্রামে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন; আলকরা ইউনিয়নের পশ্চিম সোনাইছা গ্রামের সৌদি প্রবাসী মামুন হোসেনের স্ত্রী ফারজানা আক্তার ববি(২২) ও চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী দিলরুবা আক্তার শিরিন (৩৫)। রোববার উভয়ের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ফারজানা আক্তার ববির দুলাভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, শ্বাশুড়ি ও ননদ মিলে ফারজানাকে শ্বাসরোধে হত্যা শেষে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার ও জিজ্ঞাসাদের জন্য শ্বাশুড়ি সলিমা বেগমকে থানায় আনা হয়েছে। অপরদিকে শনিবার গভীর রাতে চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী দিলরুবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, লাশ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post চৌদ্দগ্রামে একদিনে দুই গৃহবধুর লাশ উদ্ধার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2kRJUw8

October 15, 2017 at 07:39PM
15 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top