সুুুরমা টাইমস ডেস্ক:: মিয়ানমার বাহিনীর হাতে নির্যাতিত উখিয়া-টেকনাফের রোহিঙ্গাদের নিয়ে রাজনৈতিক উস্কানি মূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ এক সন্দেহভাজন যু্বককে বিষ্ফোরকসহ আটক করেছে। কৌটা ভর্ত্তি বিষ্ফোরক নিয়ে আরো কয়েকজন সঙ্গীসহ বৃহস্পতিবার রাতে এক গোপন বৈঠক থেকে এই যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম মাহবুবুল আলম মিনার (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সাগর তীরের নিদানিয়া গ্রামের বাসিন্দা আবদুর রশিদের পুত্র। মাহবুবুল আলম মিনার তথ্য প্রযুক্তিতে পারদর্শী।
গত ২৫শে আগস্টের পর থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে এই যুবক গোপনে ব্যস্ত সময় অতিবাহিত করে আসছিলেন। ইতিমধ্যে রোহিঙ্গা শিবিরে নির্যাতিত রোহিঙ্গাদের ২১ দফা দাবি সম্বলিত বড় সাইজের অনেকগুলো ডিজিটাল ব্যানার টাঙ্গানোর নেপথ্য নায়কও এই যুবক বলে পুলিশ সুত্রে জানা গেছে। যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসব দাবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নানা উস্কানি দিয়ে আসছিলেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, ইসলামী রাজনৈতিক দলের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত হলেও পুলিশকে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন। এ সংক্রান্ত পশ্নের জবাবে তিনি পুলিশকে একেক সময় একেক কথা জানান। তিনি নিজেকে নারী ও শিশু নির্যাতন নেটওয়ার্ক নামের সংগঠনের সাথেও জড়িত বলে পরিচয় দিয়েছেন।
বৃহস্পতিবারও তিনি কক্সবাজার শহরের একটি কম্পিউটার দোকানে রোহিঙ্গাদের নিয়ে আরো একটি ডিজিটাল ব্যানার তৈরির অর্ডার দিয়েছিলেন। ব্যানারটিতে রোহিঙ্গাদের জন্য অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া ও কাতারের কয়েকজন অর্থ সহায়তাকারি ব্যক্তির নামও লেখা রয়েছে।
সদর মডেল থানার ওসি আরো জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় আরো কয়েকজন সহ এই যুবক গোপন বৈঠক করাকালীন সময়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় অন্যান্যরা পালিয়ে গেছে। আটক যুবকের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার আদালতে চালান করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hFX9eq
October 13, 2017 at 11:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন