কিম্বার্লি, ১৩ অক্টোবর- ক্রিকেটে এখন সেঞ্চুরির হাতছানি বাংলাদেশের। ফুটবলে ডাবল সেঞ্চুরির দিকে ছুটছে বাংলাদেশ। তবে ফুটবলের র্যাঙ্কিংয়ের খবরটি যতখানি আতঙ্ক ছড়ায়, ক্রিকেট রেটিং ততটাই আনন্দ নিয়ে আসবে বাংলাদেশের জন্য। এই প্রথম ওয়ানডের রেটিং পয়েন্ট তিন অঙ্কে নিতে পারবে বাংলাদেশ। এর জন্য অবশ্য কঠিন একটি কাজ করতে হবে টাইগারদের, দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে ধবল ধোলাই করতে হবে। কাজটা যে কত কঠিন, সেটা বোঝাতে খুব বেশি পেছাতে হবে না। ২০১৬ সালের শেষভাগে প্রোটিয়াদের আতিথ্য নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ধবল ধোলাই হয়েছিল। তাই বাংলাদেশের জন্য সিরিজ জয়ের স্বপ্ন দেখাও অনেক কঠিন। তবে এ সিরিজে বাংলাদেশ একটি ম্যাচ জিততে পারলেও রেটিং পয়েন্টে এগিয়ে যাবে। বর্তমানে ৯৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সাতে আছে বাংলাদেশ। সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলেই সেটা ১০০ হতো। আর ধবল ধোলাই হলে সেটা কমে হবে ৯২। আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১২১। ভারতকে ছাড়িয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে দলটি। আর যদি বাংলাদেশ এক ম্যাচও জিততে পারে (সিরিজ হারের ব্যবধান ২-১), সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়াবে ৯৫। এটাই বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের ছয়ে তুলে দিতে পারে, যদি শ্রীলঙ্কা একটু সহযোগিতা করে। র্যাঙ্কিংয়ের অষ্টম দলটি পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারালে, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৩ হয়ে যাবে। ফলে পাকিস্তানকে টপকে ছয়ে চলে যাবে বাংলাদেশ। আর যদি শ্রীলঙ্কা ৪-১ ব্যবধানে সিরিজ জেতে, তবে দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাইয়ের পরও বাংলাদেশ পাকিস্তানের ওপর থাকবে। সূত্র: আইসিসি। সূত্রঃ প্রথম আলো আর/১০:১৪/১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gDhQIa
October 14, 2017 at 05:38AM
13 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top