সুরমা টাইমস ডেস্ক:: লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন ভারতীয় নৌসেনার এক সদস্য। আর সেই কারণেই চাকরি থেকে বরখাস্ত করা হল তাঁকে। মণীশ গিরি নামে ওই নাবিককে বরখাস্ত করেছে ভারতীয় নৌ সেনা। মণীশ গত বছর লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। নৌ সেনার তরফে জানানো হয়েছে, সাত বছর আগে যখন তিনি চাকরিতে যোগ দেন, তখন পুরুষ হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল। লিঙ্গ পরিবর্তন করে নিয়ম লঙ্ঘন করেছেন তিনি।
লিঙ্গ পরিবর্তনের পর মণীশ চুল লম্বা করেছেন, শাড়ি পরছেন, নিজের নাম রেখেছেন সাবি। জানিয়েছেন, বিচার চেয়ে লড়াই করবেন তিনি। সাত বছর দেশের সেবা করেছেন, নিজের কাজ করেছেন ঠিকমত। শুধু লিঙ্গ পরিবর্তনের জন্য কেন বরখাস্ত করা হবে তাঁকে, এমন প্রশ্নই তুলেছেন তিনি।
মণীশ ওরফে সাবি অভিযোগ করেছেন, ছ’মাস তাঁকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে রেখেছিল নৌ সেনা। কিন্তু নিজেকে মহিলা হিসেবেই বোধ করেন তিনি, তা সত্ত্বেও জন্মসূত্রে প্রাপ্ত পুরুষ পরিচয়ের মধ্যে তাঁকে আটকে রাখার চেষ্টা তাঁর অধিকার হনন ছাড়া কিছু নয়।
ভারতীয় সেনা বাহিনীতে এমন ঘটনা এই প্রথম। নব্বইয়ের দশক থেকেই অফিসার পদে অল্পসংখ্যক মহিলাকে নিয়োগ করে নৌ সেনা কিন্তু নাবিক, সেনা ও নিম্ন পর্যায়ের এয়ারম্যান পদে শুধু পুরুষরাই সুযোগ পান। তৃতীয় লিঙ্গ ও লিঙ্গ পরিবর্তনকারীদের নিয়োগ করা হয় না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gsYO7c
October 11, 2017 at 12:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন