সুরমা টাইমস ডেস্ক:: এ সপ্তাহেই বিদেশে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানাতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি।
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতির ওই চিঠি মন্ত্রণালয়ে পৌঁছায়।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি তার চিঠিতে ১৩ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর বিদেশে থাকবেন বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আমরা যখন বিদেশে যাই, তখন একটি জিও (সরকারি আদেশ) করতে হয়। মাননীয় প্রধান বিচারপতি যখন বিদেশ যান, তখন তার জন্যও জিও করতে হয়। তিনি জিও করার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বলে আমি শুনেছি।
আইনমন্ত্রী বলেন, চিঠি আমার মন্ত্রণালয়ে পৌঁছার পর সচিব মহোদয় আমাকে জানিয়েছেন যে এটা পৌঁছেছে। এখন প্রসেস করা হচ্ছে। আমার কাছে না আসা পর্যন্ত এটার কনটেন্ট (বিষয়বস্তু) কী আমি বলতে পারব না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y71wcR
October 11, 2017 at 12:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন