জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা শ্রমিকলীগের বর্ণাঢ্য র‌্যালী

সুরমা টাইমস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শ্রমিকলীগের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে।
বৃহস্পতিবার ১২ই অক্টোবর বিকাল ৩টায় সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সমাবেশের মধ্যে শেষ হয়।
মিছিলে জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি সালেহ আহমদ, উপদেষ্টা ও জেলা হকার্সলীগের সভাপতি আউয়াল হোসেন, উপদেষ্টা এসএম আব্দুল হাই পীর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, সহ-সম্পাদক সমেরেন্দ্র সিং, সহ-সম্পাদক নূর এ আলম, সহ-সম্পাদক রফিক আহমদ ও সম্পাদক শহিদুল হক, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, দক্ষিণ সুরমা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, ব্যাংক ফেডারেশনের সভাপতি মুফাককারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সোনালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি বক্তিয়ার আহমদ, কার্যকরী সভপতি আব্দুল জলিল, জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মির ইয়াকুত আলী দুলাল, কৃষি ব্যাংক সিবিএ নেতা শাহনূর আলী, আসকির মিয়া, জেলা শ্রমিকলীগের সিনিয়র সদস্য অধ্যাপক্ষ জাহিদুল ইসলাম, সিনিয়র সদস্য বিধু ভূষণ চক্রবর্তী, সিনিয়র সদস্য আতিকুর রহমান, সিনিয়র সদস্য অপূর্ব কান্তি দাস, সিনিয়র সদস্য নাদিম উদ্দিন খান, জেলা হকার্সলীগের সাধারণ সম্পাদক রাজ উদ্দিন রাজন, গোয়াইনঘাট শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, নির্বাহি সম্পাদক কুতুব উদ্দিন, জৈন্তাপুর শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আহমদ, বালাগঞ্জ শ্রমিকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, বিয়ানীবাজার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাজাদুল ইসলাম লায়েক, বিশ্বনাথ শ্রমিকলীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কানাইঘাট শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জীবান, জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুন্না, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি মোঃ রেহান ও সাধারণ সম্পাদক কবির আহমদ, বাংলাদেশ ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক আজিজুল হক, গণপূর্ত সিবিএ সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিআরটিসি সিবিএ সভাপতি শমসের আলী ও সাধারণ সম্পাদক সোহেল মিয়া, বিএডিসি সিবিএ সভাপতি দিলিপ কুমার শীল, হকার্স লীগের সাধারণ সম্পাদক রাজ উদ্দিন রাজন, টিএনটি সিবিএ সভাপতি সুদর্শন ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iacOa0

October 12, 2017 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top