নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অভাবের তাড়নায় রিতা বেগম (১৯) নামে এক যুবতি বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২৪শে অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। রিতা ওই এলাকার বাসিন্দা মৃত মোখলেছ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান- স্বামী পরিত্যক্তা রিতা মা ও বাবার সঙ্গে রেলওয়ে বস্তিতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের সংসারে অভাব-অনটন লেগেই ছিল। একদিকে স্বামী-সংসার না থাকার হতাশা, অন্যদিকে অনাহার অর্ধাহারে দিনাতিপাত। তার ওপর পারিবারিক অশান্তি। এসবের কারণেই রিতা আত্মহননের পথ বেছে নিয়েছেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন- ধারণা করা হচ্ছে রিতা অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iwTVOz
October 25, 2017 at 11:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.