নিজস্ব প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে গ্রেফতার হওয়া এনএসআইর পাঁচ ভুয়া সদস্য এখন কারাগারে। একদিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার (২৪শে অক্টোবর) তাদের আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
তবে আদালতে স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি গ্রেফতার কেউই। ফলে ভুয়া পরিচয়ে রাতের আঁধারে তারা কেন সীমান্তে গিয়েছিল এই রহস্য আর উন্মোচন হল না। গত রোববার রাতে তাদের একটি মাইক্রোবাসসহ আটক করে পুলিশ। আটকের পর তাদের কাছে এনএসআইর ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রতারকচক্রের সদস্যরা হচ্ছে- শাহপরান থানার শাপলাবাগ এলাকার ফজলুর রহমানের ছেলে মাহফুজুর রহমান, জকিগঞ্জের গঙ্গাজল এলাকার মতিউর রহমানের ছেলে ফয়ছল আহমদ, শাহপরান থানার সাদিপুর এলাকার ছলিম উল্লার ছেলে শওকত আলী, পীরেরবাজার এলাকার হারিছ আলীর ছেলে সমুজ মিয়া ও কোতোয়ালি থানার রায়নগর দর্জিপাড়া এলাকার লাল মিয়ার ছেলে মাইক্রোবাসের চালক শফিকুল হক,(শফিক)।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xmDM0t
October 25, 2017 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন