ঢাকা, ২৫ অক্টোবর- দেশের প্রথমসারির একজন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা। নজরুলের গানকে গণমানুষের কাছে ছড়িয়ে দিতে যারা নিরন্তর কাজ করে যাচ্ছেন, সুজিত মোস্তফা তাদের মধ্যে অন্যতম। শুধু তাই নয়, নজরুল সঙ্গীতের শুদ্ধচর্চা, বিকাশ ও নজরুলের সুরেরধারা প্রজন্ম থেকে প্রজন্মে প্রজ্বলন করতে অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে নন্দিত এ সঙ্গীতশিল্পীর নতুন গান শহর ছেড়ে। স্যামুয়েল হক-এর লেখা ও ফয়সাল আহমেদের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন নতুন প্রজন্মের সঙ্গীতপরিচালক নমন। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বনামধন্য কবি, সুরকার ও গায়ক আবু হেনা মোস্তফা কামালের পুত্র সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা। দেশের স্বনামধন্য অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশিত হবে নতুন এই গানটি। জি সিরিজের সাথে সুজিত মোস্তফার এটিই প্রথম কাজ বলে জানা গেছে। এ বিষয়ে সঙ্গীতশিল্পী সুজিত মোস্তাফা বলেন, স্যামুয়েল হক-এর লেখা ও ফয়সাল আহমেদের সুরে এটিই আমার গাওয়া প্রথম গান। গানটির কথা সহজিয়া ভাষায় চমৎকার। গতানুগতিক প্রেম যেন নতুন মাত্রায় রূপ পেয়েছে। পাশাপাশি সুরও কথার কব্যিকতার সাথে অনুগত হয়েছে। তিনি বলেন, আমি সাধারণত যে ধারার গান করি এটি তার চাইতে অনেকটাই ব্যতিক্রম। ফয়সাল সুরকার হিসেবে বেশ কঠোর। আমাকে আগেই জানিয়েছিল যে, আমার মতো নয়, তার চাহিদা মতো গাইতে হবে। সেটি সে কঠোরভাবে আন্তরিকতার সাথে আদায় করে নিয়েছে। এখন পর্যন্ত যার গানটি শুনেছে তারা খুব প্রশংসা করেছেন। বিশেষ করে আমার গানের শিক্ষার্থীরা গানটি শোনার পর তাদেরকে গানটির সুরে গুনগুন করতে দেখেছি। এতে করে আমার মনে হয়েছে গানটি সঠিকভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারলে সবারই ভালো লাগবে। গানটি প্রকাশের পাশাপাশি একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছে বলেও জানা গেছে। প্রকাশের পর অনলাইন ভিউয়াররা জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি শুনতে পারবেন বলে জানিয়েছেন সুরকার ও সঙ্গীতশিক্ষক ফয়সাল আহমেদ। সূত্র:নিউজ২৪.কম এমএ/১১:০৫/২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2z6BWpa
October 26, 2017 at 05:15AM
25 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top