পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অলরাউন্ডার থিসারা পেরেরাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গাসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় পাকিস্তানে গিয়ে খেলতে অপারগতা জানায়। যদিও সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা। দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানে সফর করতে অপারগতা জানানোর পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা জানান, টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের জন্য একই দল ঘোষণা করা হবে এবং অধিনায়কও থাকবেন একজনই। ফলে নিয়মিত অধিনায়ক থারাঙ্গা থাকছেন না লঙ্কান দলে। আগামী ২৬ তারিখে প্রথম টি-টোয়েন্টিতে আবু ধাবিতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পরের দিন একই ভেন্যুতে মুখোমুখি হবে দল দুটি। লাহোরে সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৯ অক্টোবর। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনারাবিরা, দানুসকা গুনিথিলাকা, সাদেরা সমরাবক্রিম, আসান প্রিয়ঞ্জন, মাহেলা উদাবত্তে, দাসুন সানাকা, সচিত পাথিরানা, ভিকুম সঞ্জয়, লাহিরু গামাগে, সেকুগে প্রসন্ন, বিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা, জেফ্রে ভান্দারসে ও চতুরঙ্গা ডি সিলভা। তথ্যসূত্র: গো নিউজ ২৪ এআর/১৯:০০/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gsRb0b
October 22, 2017 at 01:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top