কুয়ালালামপুর, ২১ অক্টোবর- বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার একটি কারখানায় অভিযান চালিয়ে ৩৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকালে বন্দর নগরী ক্লাং-এর জালান কেবুনের একটি চেইন সুপারশপে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে ৩৯ জন বাংলাদেশিসহ মোট ১১৩ জন বিদেশি শ্রমিককে আটক করেছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলীর বরাত দিয়ে স্থানীয় নিউ স্ট্রেইট টাইমস পত্রিকা জানায়, বৈধ কাগজপত্র না থাকায় ১১৩ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি। এছাড়া নেপালি ৪০ জন, ২৭ জন পাকিস্তানি, পাঁচজন ভিয়েতনামি ও দুজন ভারতীয় নাগরিক রয়েছেন আটককৃতদের মধ্যে। তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু করে ২০ অক্টোবর পর্যন্ত অভিবাসন বিভাগের ১২ হাজার ২৪৯টি অভিযানে মোট ১ লাখ ৪৩ হাজার ৮৬৮ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৯০৯ জনের কাছে কোনো বৈধ কাগজ পাওয়া না যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৭ হাজার ৬৩৫ জন। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/১৭:১৪/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zG4OBF
October 22, 2017 at 01:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top