নয়াদিল্লি, ১৯ অক্টোবরঃ বিধানসভা, লোকসভার মতো নির্বাচনগুলিতে প্রতিটি পোলিং বুথে ভোটারের সংখ্যা হবে সর্বাধিক ১,৪০০। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে নতুন ব্যবস্থাতেই হবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন ভিভিপ্যাট মেশিনে ১,৫০০-র বেশি স্লিপ ছাপা সম্ভব নয়। ভোটিংয়ের সময় একশোর মতো স্লিপ ব্যবহার করা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন পেপারট্রেল মেশিনে একটি নতুন রোল ঢোকাতে গেলে যে সময় লাগবে, তাতে ব্যহত হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তাই বুথ পিছু সর্বাধিক ভোটার হবে ১,৪০০। গোয়ার পর দ্বিতীয় রাজ্য হিসেবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ব্যবহার হতে চলেছে ভিভিপ্যাট মেশিন।
উল্লেখ্য, ভিভিপ্যাট মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হলে ভোটদানের পর ভোটাররা একটা স্লিপ জেনারেট হবে। সেটায় তাঁরা যে চিহ্নে ভোট দিয়েছেন তা দেখতে পান। একটি বাক্সে জমা হয় স্লিপগুলি। তবে ভোটাররা স্লিপটি বাড়ি নিয়ে যেতে পারবেন না। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানয়েছেন, ভোট গণনার সময় ইভিএম ও পেপার ট্রেল মেশিন থেকে পাওয়া সংখ্যার হেরফের হলে ওই পেপার স্লিপগুলি দেখা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xQ98fu
October 19, 2017 at 05:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন