কালীপুজোর দিন বৃষ্টিতে মুখভার দক্ষিণবঙ্গের

কলকাতা, ১৯ অক্টোবরঃ শেষমেশ আবহাওয়া দপ্তরের আশঙ্কাই সঠিক হল। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হল। দুপুরে কয়েক পশলা ভারী বৃষ্টিও হয়েছে শহর কলকাতাতে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের জেরে কালীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। ক্রমশ গভীর হচ্ছে সেই নিম্নচাপ। বর্তমানে পুরীর কাছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ এগোচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যার জেরে দক্ষিণবঙ্গে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা। দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে বাড়বে বৃষ্টি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yU2b1R

October 19, 2017 at 05:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top