ঢাকা, ৩১ অক্টোবর- এমন দৃশ্য প্রায়ই ঘটে শিল্পকলা একাডেমিতে, জাতীয় নাট্যশালার চিলেকোঠার কফি শপের সামনে লাইনে দাঁড়িয়ে একজনের কণ্ঠ শোনা গেলো, এই আমাকে কফি দাও। ঘাড় কাত করে যে মানুষটিকে দেখা গেলো, তিনি আসাদুজ্জামান নূর। বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী। নাট্যশালার লবিতে দাঁড়িয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে গল্প করছেন একজন মন্ত্রী। বাংলাদেশের বাস্তবতায় এটি অবাক করার মতোই ঘটনা। নাট্যকর্মীদের কেউ কেউ মন্তব্য করেন, নূর ভাইয়ের এমন সাধারণভাবে চলা উচিত না। যে কোনো সময় তার উপর হামলা হতে পারে। কিন্তু তিনি তো সাধারণ মানুষের নেতা। সাধারণ মানুষের কাছে থাকতেই তিনি বেশি পছন্দ করেন। শুধু ঢাকা নয়, জেলা শহরে গিয়েও সাধারণের সঙ্গে মিশে থাকেন মন্ত্রী আসাদুজ্জামান নূর। গেলো বছর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি সম্প্রদায়ের উৎসব রাসমেলায় অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। রাস-মণ্ডপে তার জন্য রাখা হয়েছে চেয়ার। কিন্তু হঠাৎ করেই মন্ত্রীকে দেখা গেলো মাটিতে সাধারণ মানুষের সঙ্গে বসে গেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী। জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় আওয়ামী লীগ নেতা সবাই কিছুটা অবাকই হলেন। প্রায় তিন ঘণ্টা মণ্ডপের মাটিতে বসে রাস দেখলেন মন্ত্রী। এরও কয়েক বছর আগে কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও নটমণ্ডপ-এ গিয়েছিলেন অতিথি হিসেবে। নাটক দেখলেন, তারপর মধ্যরাত অবধি শুভাশিস সিনহার বাড়ির উঠোনে বসে আড্ডা দিলেন। এমন দৃশ্য কমলগঞ্জের মানুষের কাছে সরণীয় হয়ে আছে। নব্বই দশকে টিভি নাটকে অভিনয় করে এ দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নূর। তারও আগে মঞ্চে তার অভিনয় ও আবৃত্তি মুগ্ধ করেছে শত শত মানুষকে। সৈয়দ শামসুল হকের নূরুলদীনের সারাজীবন নাটকের প্রস্তাবনা অংশটুকু তিনি যে কতো হাজারবার মঞ্চে আবৃত্তি করেছেন। তার হিসেব মেলানো যাবে না। হুমায়ূন আহমেদের নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তো এদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন আসাদুজ্জামান নূর। মানুষকে যিনি ভালোবাসেন তিনি কি আর মানুষ থেকে দূরে থাকতে পারেন। মন্ত্রী হয়েও তিনি সবার কাছে খুবই সাধারণ। সবার প্রিয় আসাদুজ্জামান নূর। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন এই গুণী ব্যক্তিত্ব। আজ মঙ্গলবার(৩১ অক্টোবর) আসাদুজ্জামান নূরের জন্মদিন। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জন্মদিনে আরটিভি অনলাইনের শুভেচ্ছা। আর/১৭:১৪/৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hpQMNb
October 31, 2017 at 11:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন