চিন্তা বাড়ল ঋতব্রতর, পরবর্তী শুনানি ৩ নভেম্বর

বালুরঘাট, ৩১ অক্টোবরঃ গ্রেফতারি এড়াতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত সিপিএম সাংসদের মামলা এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হয়েছিল। সাংসদের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ঋতব্রতর আগাম জামিনের আবেদন জানান। বিচারক সুদেব মৈত্র সিআইডি-র কাছে কেস ডায়েরি চাইলেও তদন্তকারী সংস্থা তা দিতে পারেনি। সরকারি আইনজীবী আদালতকে জানান, এই মামলার কাজেই সিআইডি-র তদন্তকারী অফিসার রাজ্যের বাইরে রয়েছেন। তাই এখনই কেস ডায়েরি জমা দেওয়া সম্ভব নয়। এর পর আদালত ফের ৩ নভেম্বর ফের শুনানির দিন ধার্য করে।

ফলে আদালতের পরবর্তী শুনানির আগে সিআইডি চাইলে ঋতব্রতকে গ্রেফতার করতে পারে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A2uI2I

October 31, 2017 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top