অর্থনীতিতে নোবেল, সম্ভাব্য ৬ জনের তালিকায় রঘুরাম রাজন

নয়াদিল্লি, ৮ অক্টোবরঃ অর্থনীতিতে নোবেল পুরস্কারের যে সম্ভাব্য ৬ জনের নাম নিয়ে তালিকা তৈরি হয়েছে তাতে জায়গা করে নিয়েছেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন। তাঁর জায়গা করে নেওয়ার নেপথ্যে রয়েছে, কর্পোরেট ফিনান্স জগতে রাজনের অবদান। এই পুরস্কার ঘোষণা করা হবে আগামী সোমবার। আবারও রাজনের হাত ধরে কোনও ভারতীয় এই সম্মান জেতেন কিনা, এখন সেদিকেই নজর রয়েছে গোটা দেশের। অর্থনীতিতে এর আগে নোবেল পেয়েছিলেন আরেক ভারতীয়, অর্মত্য সেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের পদ থেকে অবসর নেন রাজন। এর পর শিকাগোতে বুথ স্কুল অফ বিজনেস-এ অধ্যাপনার কাজ শুরু করেন তিনি। মাত্র ৪০ বছর বয়সে আইএমএফ-এর শীর্ষ পদে কনিষ্ঠতম প্রধান হিসাবে আসীন হওয়ার রেকর্ডও রয়েছে রাজনের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gkBY1R

October 08, 2017 at 01:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top