শেষ ল্যাপে প্রস্তুতি, কয়েকঘন্টা পর যুবভারতীতে বিশ্বকাপ অভিষেক

কলকাতা, ৮ অক্টোবরঃ রবিবার তিলোত্তমা সাক্ষী থাকবে ফুটবল মহাযজ্ঞের। সল্টলেক স্টেডিয়ামে সেই মহাযজ্ঞ শুরু হবে অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের চিলি বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে।

বিশ্বকাপের জন্য পুরো চেহারাই বদলে গিয়েছে যুবভারতী স্টেডিয়ামের। আসন সংখ্যা কমেছে। তবে চাকচিক্য, জাঁকজমকে নতুন ভাবে ফুটে উঠেছে এই স্টেডিয়াম। যেখানে প্রথম দিনেই দেখা যাবে চার ফেভারিটের লড়াই। চিলি বনাম ইংল্যান্ডের পরে মেক্সিকো বনাম ইরাক। মনে করা হচ্ছে যে, বিশ্বকাপের ম্যাচ দেখতে ভরে যাবে যুবভারতী ক্রীড়াঙ্গন। আর সেই ম্যাচ দেখতে গিয়ে দর্শকরা পাবেন একেবারে বদলে যাওয়া স্টেডিয়ামকে।

প্রায় দুবছরের ব্যবধান। ফের একবার ফুটবল প্রেমীদের জন্য দরজা খুলছে যুবভারতী ক্রীড়াঙ্গনের। ২০১৬ সালে জানুয়ারি মাসে শেষ ম্যাচ হয়েছিল যুবভারতীতে।

রবিবাসরিও যুবভারতীতে দেখা যাবে ইংল্যান্ড এবং চিলির মূল অস্ত্র জ্যাডন স্যাঞ্চো এবং অ্যাঞ্জেল গোমসর লড়াই। আরও স্পষ্টভাবে বললে স্যাঞ্চো সমৃদ্ধ ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন এবং চিলির শক্তিশালী রক্ষণের লড়াই হিসাবে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fZA3CG

October 08, 2017 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top