হোমনায় এমকে আনোয়ার স্মরণে শোকসভা

শফিকুল ইসলাম পলাশ ● কুমিল্লার হোমনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার স্মরণে শোক ও স্মরণসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে তার মায়ের নামে প্রতিষ্ঠিত খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. মাহফুজুল ইসলাম। মরহুম এম কে আনোয়ারের কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তার আমেরিকা প্রবাসী ছোটো ছেলে মাসুদ আনোয়ার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক আহবায়ক মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি, হোমনা উপজেলা বিএনপি সহ-সভাপতি একেএম ফজলুল হক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাজেদুল ইসলাম জীবন, সহ-সভাপতি মো. আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দল সভাপতি শেফালী বেগম, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড. মো.আতাউল্লাহ, বিএনপি নেতা আলহাজ¦ আবদুল লতিফ, যুগ্ন সম্পাদক ইয়া মুছা, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজা, পৌর যুবদল সভাপতি শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক রাজ মিয়া, স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. মনিরুল হক ভূঁইয়া, ছাত্রনেতা অহিদুজ্জামান মোল্লা, সাইজুদ্দিন, মাহফুজুল ইসলাম শফিক প্রমুখ আরও উপস্থিত ছিলেন মরহুমের ছোটো মেয়ে খাদিজা আনোয়ার।

ছেলে মাসুদ আনোয়ার- মরহুম বাবার জন্য দোয়া চেয়ে দলের প্রয়োজনে তাদের পরিবারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা দানের আশ্বাস দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এম কে আনোয়ার গত সোমবার (২৪ অক্টোবর, মঙ্গলবার) দিনগত রাত ১টা ২০ মিনিটে ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত নানা সমস্যায়ভূগে ইন্তেকাল করেন।

The post হোমনায় এমকে আনোয়ার স্মরণে শোকসভা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2hg4v9h

October 27, 2017 at 11:15PM
27 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top