তুফানগঞ্জ, ১৪ অক্টোবরঃ রেশন থেকে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন তুফানগঞ্জ ১ ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কুর্শামারির বাসিন্দারা। আজ দেওচড়াই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, রেশন থেকে আটা দেওয়া ইতিমধ্যেই বন্ধ করতে হবে। পাশাপাশি, আটার গুণগত মান পরীক্ষা না করে বিতরণ করা চলবে না বলেও জানিয়ে দেন স্থানীয়রা। তবে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকার দুটি রেশন দোকানে যান তুফানগঞ্জ ১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ বর্মন ও খাদ্য দপ্তরের তুফানগঞ্জ দপ্তরের আধিকারিক অসিত ঘোড়ই।
তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিত্ দাশগুপ্ত ও খাদ্য দপ্তরের আধিকারিক অসিত ঘোড়ই বলেন, ‘একাধিকবার আমাদের কাছে এই অভিযোগ এসেছে। ওই আটার নমুনা সংগ্রহ করে কলকাতায় পরীক্ষাও করতে পাঠানো হয়েছিল। তখন অবশ্য সেই রিপোর্ট স্বাভাবিক এসেছিল। তবে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zmVZfQ
October 14, 2017 at 05:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন