কলকাতা, ১৪ অক্টোবরঃ নয়া মোড় প্রতিবাদী নাট্যকর্মীদের আন্দালনে। অনশনে বসেছেন এক নাট্যকর্মী। বর্ধমান থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বিতর্কিত নাট্য প্রশিক্ষক প্রেমাংশু রায়ের বিরুদ্ধে।
সরকারি ব্যবস্থাপনায় বর্ধমান ভবনে মিনার্ভা সংস্কৃতি কেন্দ্রের আয়োজিত একটি নাট্য শিক্ষাশিবির ঘিরে ক’দিন ধরে চাপানউতোরের শেষ নেই। বিতর্কের কেন্দ্রে প্রশিক্ষক প্রেমাংশু রায়। শিবিরে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা সোশ্যাল নেটওয়ার্কে সরাসরি তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে, তিনি শিবির চলাকালীন মদ্যপান করে অশ্লীল ভাষা আওড়ানোর পাশাপাশি সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের রাতবিরেতে ঘরে ডাকতেন, কুপ্রস্তাব দিতেন। তাঁর কথা না শুনলে মন্ত্রী ব্রাত্য বসুর নাম করে তাঁদের কেরিয়ার খতম করে দেওয়া, এমনকী খুনের হুমকিও দিয়েছেন।
ভিডিওটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই আলোড়ন চলছেই। জেলায় জেলায় পথে নেমেছেন নাট্যকর্মীরা। সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে। গতকাল কলকাতায় অ্যাকাডেমির সামনে রাণুছায়া মঞ্চে, প্রেমাংশু রায়কে গ্রেপ্তারের দাবিতে একটি বড়সড় সভাও হয়েছিল।
ওই সভাতেই নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য তাঁর বক্তব্যে অনশনে বসবেন বলে জানান। তিনি বলেন, যতক্ষণ না প্রেমাংশু রায়কে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ তাঁর অনশন চলবে।
তাঁর স্বাস্থ্য ও নানা কাজের কথা ভেবে তাঁর নাট্যবন্ধুরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি অনড় থেকে প্রায় সভা শেষের পর থেকেই অনশনে বসেছেন রাণুছায়া মঞ্চেই। আজ দুপুরে জয়রাজের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মাঝে মাঝে একটু দুর্বল লাগছে। এমনিতে কোনও অসুবিধে নেই। আপাতত ডাক্তারের দরকার পড়েনি, নাট্যবন্ধুরাই দফায় দফায় আমাকে নজরে রাখছেন।’
পাশাপাশি শোনা গিয়েছে, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল আজ সকালেই বর্ধমানে রওনা দিয়েছিল। বর্ধমান থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি অভিযোগ, পাঞ্চালি করের তরফে, যাঁর সোশ্যাল নেটওয়ার্কিং-এর ওয়ালে প্রথমবার শিক্ষানবিশদের ভিডিওটি দেখা যায়। দ্বিতীয় অভিযোগটি করেছেন ‘আক্রান্ত’ শিক্ষানবিশদেরই একজন, পার্থপ্রতিম বসু।
সব্যসাচীবাবু উত্তরবঙ্গ সংবাদ-কে ফোনে জানালেন, থানা তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছে। তিনি এও বললেন, সেভ ডেমক্র্যাসি-র পক্ষ থেকে সম্পাদক চঞ্চল চক্রবর্তী তাঁদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। সহমর্মিতা জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। জানা গিয়েছে, দলটি কলকাতায় ফিরে সন্ধে পৌনে আটটার সময় একাডেমির সামনে রাণুছায়া মঞ্চে একটি সাংবাদিক সম্মেলন করে আরও বিস্তারিত জানাবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z7AO0q
October 14, 2017 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন