কুমিল্লার বার্তা ডেস্ক ● বেনাপোল চেকপোস্টে যাত্রীর স্যান্ডেল ও প্যান্টের ভেতর থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাস্টমস গেটের ভেতর থেকে ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাহবুব আলম (৩৫) কুমিল্লার চান্দিনা উপজেলার মালেকের ছেলে ও মিজানুর রহমান (৪০) মুন্সীগঞ্জ জেলার বর্নিয়ান আশুলিয়ার চর গ্রামের আ. মান্নান মিয়ার ছেলে।
শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল চেকপেস্ট কাস্টমসে ওঁৎ পেতে থেকে তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে স্যান্ডেল ও প্যান্টের ভেতর লুকানো থাকা ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান ডেপুটি কমিশনার।
The post যাত্রীর স্যান্ডেল-প্যান্টে ৭ স্বর্ণের বার, আটক ২ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2z3caiw
October 06, 2017 at 01:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন