কলকাতা, ৬ অক্টোবরঃ রাজ্য সরকারের নতুন উদ্যোগ। পর্যটকদের সুবিধার জন্য তৈরি হচ্ছে তিনটে ব্রিজ। তার মধ্যে গঙ্গার উপর নতুন দুটি এবং অজয় নদের উপর একটি সেতু নির্মাণ করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, গঙ্গার উপর শান্তিপুর থেকে কালনা এবং বজবজ থেকে ফুলেশ্বর পর্যন্ত নতুন দুটি সেতু তৈরি হবে। ফেরি পরিসেবায় যাত্রীসংখ্যার প্রবল চাপ কমাতে মূলত শান্তিপুর থেকে কালনা পর্যন্ত সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের কথা মাথায় রেখে অজয় নদের ওপর কেন্দুলি সেতু নির্মাণ করতে চলেছে রাজ্য সরকার। অজয় নদের উপর কেন্দুলি সেতু তৈরি করে বীরভূম ও বর্ধমানের মধ্যে সহজ যোগাযোগ গড়ে তোলা যাবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y0cBtO
October 06, 2017 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন