নিজস্ব প্রতিবেদক ● বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৪৬জন নেতার বিরুদ্ধে কুমিল্লার আদালতে সোমবার গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের যৌথ মিছিলে পুলিশ বাঁধা প্রদান করে। এতে ক্ষোভ প্রকাশ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে এসে একত্রিত হয়।
জানা যায়, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদে মঙ্গলবার কুমিল্লা মহানগর যুবদল ও ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দলীয় কার্যালয় থেকে যখন সবাই মিলে মিছিল বের করে তখনি পুলিশ মিছিলে বাঁধা প্রদান করে বলে অভিযোগ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদে আমরা যখন শান্তিপূর্ন ভাবে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করি ঠিক তখনি পুলিশ আমাদের মিছিলে বাঁধা প্রদান করে যা অত্যান্ত দু:খজনক। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, মামলা, হামলা ও শান্তিপূর্ন আন্দোলনে বাঁধা দিয়ে সরকার তার শেষ রক্ষা করতে পারবে না। তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে তা প্রতিহিংসামূলক। এই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের মিছিলে বাঁধা প্রদান সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম মিয়া জানান, আমরা মিছিলে বাঁধা দেইনি। পুলিশ যদি বাধা প্রদান করত তাহলে তারা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কান্দিরপাড় আসতে পারত না। এটা সম্পূর্ন মিথ্যা কথা বলে দাবী করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৪৬জন নেতার বিরুদ্ধে কুমিল্লার আদালতে সোমবার গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের যৌথ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমীর, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
The post কুমিল্লা যুবদল ও ছাত্রদলের মিছিলে পুলিশের বাঁধা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xvRqTq
October 10, 2017 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন