সুরমা টাইমস ডেস্ক:: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার (৯ই অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন জামায়াত নেতা।
গ্রেফতারকৃত শফিকুর রহমান সিলেটের শাহপরাণ থানাধীন শিবগঞ্জ সবুজবাগ এলাকার বাসিন্দা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন বৈঠক করার সময় মকবুল আহমেদ সহ জামায়াতের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
গ্রেফতারকৃত জামায়াত নেতাদের মধ্যে বাকিরা চট্টগ্রাম অঞ্চলের। তারা হলেন চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক। এছাড়াও তাদের সঙ্গে আরও তিন ব্যক্তিকে গ্রেফকার করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমানের একজন সহযোগী নজরুল ইসলাম, বাড়িটির মালিক ও দারোয়ান।
এদিকে তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে জামায়াতের পক্ষ থেকেও। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ানুল্লাহ শাহেদি জানান, ‘ আমিরে জামায়াতসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরার একটি বাড়ি থেকে তারা আটক হয়েছেন।’
গত বছরের ১৭ই অক্টোবর একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমাদ।
জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেছিলেন। এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি আত্মগোপনে থেকেই দল পরিচালনা করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yVeGX8
October 10, 2017 at 09:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন